তীব্রতা লেভেল 50 dB বলতে কি বুঝায়?
কোনো শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদম ঐ শব্দের তীব্রতা লেভেল প্রকাশ করে। একটি I0 অর্থাৎ প্রমাণ তীব্রতা বিশিষ্ট শব্দ ও অন্য একটি I তীব্রতা বিশিষ্ট শব্দ তরঙ্গের শব্দোচ্চতা যথাক্রমে L0 এবং L হলে তীব্রতা লেভেল বা শব্দোচ্চতার পার্থক্য হবে 50 dB.