আপেক্ষিক সুপ্ততাপ বা লীনতাপ কাকে বলে?
বস্তু অবস্থার পরিবর্তনের সময় তাপ প্রয়োগ বা তাপ অপসারণ অব্যাহত থাকলেও বস্তু তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস ঘটে না। গৃহীত তাপ বা বর্জিত তাপ বস্তু অবস্থার পরিবর্তন ঘটানোর কাজে ব্যয় হয়। তাপমাত্রা স্থির থাকে বলে আমরা বলতে পারি, অবস্থা পরিবর্তনের সময় বস্তুকর্তৃক গৃহীত বা বর্জিত তাপের বাহ্যিক প্রকাশ নেই।
তাই এ তাপকে সুপ্ত তাপ বা লীন তাপ বলা হয়।