বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?
বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?
বন্ধন গঠনকালে যে ইলেকট্রনগুলো বন্ধনে আবদ্ধ থাকে তাকে বন্ধন জোড় ইলেকট্রন বলে।
বন্ধন গঠনকালে যে ইলেকট্রনগুলো বন্ধনে আবদ্ধ থাকে তাকে বন্ধন জোড় ইলেকট্রন বলে।
লিবিগ শীতক কি? লিবিগ শীতক এক ধরনের কাচযন্ত্র যার মধ্যে প্রবেশকৃত নলের উপর ঠান্ডা পানি চালনা করে নলটির মধ্য দিয়ে গমনকারী বাষ্পকে ঘনীভূত করে তারলে পরিণত করা হয়।
কাঁচের সংকেত কাঁচ বা গ্লাস হচ্ছে বালুর মূল উপাদান সিলিকা থেকে তৈরি একটি পদার্থ। তাহলে, কাঁচের সংকেত হচ্ছে SiO2। সাধারণ কাঁচ সিলিকার (Si) অক্সাইড (O2) দ্বারা তৈরি হয়ে থাকে। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে, সিলিকা (SiO2), সোডিয়াম অক্সাইড (Na2O), এবং অ্যালুমিনিয়াম অক্সাইড (Al2O3)। কাঁচ আবার বিভিন্ন প্রকারের হয়, এজন্য কাঁচের রয়েছে ভিন্ন ভিন্ন সংকেত। নিচে বিভিন্ন কাঁচের সংকেত দেওয়া হল। সোডালাইম কাঁচঃ SiO2.Na2O.CaO.MgO.Al2O3 সোডালাইম কাঁচ তৈরিতে ৬৯% সিলিকন ডাই অক্সাইড (SiO2), ১৫% সোডিয়াম অক্সাইড (Na2O), ১০% ক্যালসিয়াম অক্সাইড (CaO), ৪% ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO), এবং ২% অ্যালুমিনিয়াম অক্সাইড (Al2O3) ব্যাবহার করা হয়। সেক্ষেত্রে, সোডালাইম কাঁচের সংকেত এই রূপও লিখা যায়, 69SiO2.15Na2O.10CaO.4MgO.2Al2O3 । এই সংকেতের…
ফুয়েল সেল কি? যে কোষে তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন অথবা হাইড্রোজেন ঘটিত জ্বালানিকে সরাসরি বৈদ্যুতিক শক্তি ও তাপে পরিণত করা হয় তাকে জ্বালানি কোষ বা ফুয়েল সেল বলে।
দ্রাবক নিষ্কাশন কাকে বলে? যে প্রক্রিয়ায় কোন দ্রাবকে একাধিক পদার্থের একটি দ্রবণ থেকে অন্য কোন উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে মিশ্রণের একটি নির্দিষ্ট পদার্থকে পৃথক করা হয় তাকে দ্রাবক নিষ্কাশন বলে। কোন জৈব যৌগকে এর জলীয় দ্রবণ হতে কোন নির্দিষ্ট জৈব দ্রাবকে দ্রবীভূত করে আলাদা করে বিশোধন করা হয়। এ পদ্ধতিকেই দ্রাবক-নিষ্কাশন বলা হয়।
ফসফরাস চক্র কি প্রতিটি জীব ও জড় পরস্পর একে অপরের ওপর নির্ভরশীল, যা কতকগুলো চক্র দ্বারা আবর্তিত। এসব চক্র পৃথিবীতে অবস্থিত জীব ও জড়বস্তুর মধ্যে পারস্পরিক সমন্বয় স্থাপন করে। জীবজগতের জন্য ফসফরাস আবশ্যকীয়, কিন্তু বাস্তুতন্ত্রে এর প্রক্রিয়া করা ধীরগতি সম্পন্ন হওয়ায় এর সরবরাহ অত্যন্ত সীমিত। মূলত ভৌত এবং জীব পরিবেশে যে প্রক্রিয়াগত আবর্তন তাই ফসফরাস চক্র হিসেবে পরিচিত।…
আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন ব্যবহারের সুবিধা সমূহ কোনো রাসায়নিক দ্রব্য সরবরাহ বা সংরক্ষণ করতে হলে তার পাত্রের গায়ে লেবেলের সাহায্যে শ্রেণিভেদ অনুযায়ী প্রয়োজনীয় সাংকেতিক চিহ্ন প্রদান করলে ব্যবহারকারী সহজেই কোনো রাসায়নিক দ্রব্যের পাত্রের গায়ে লেবেল দেখেই এর কার্যকারিতা সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারবে এবং এর কার্যকারিতার ঝুঁকি মাথায় রেখে সংরক্ষণ ও ব্যবহার করতে পারবে। যেমন- বিপজ্জনক…