পাহাড়ে ঊঠার সময় চক পাউডার ব্যবহার করা হয় কেন?
পর্বত আরোহীগণ পর্বত আরোহণ কালে তাদেরকে শিলাখণ্ড বা পাহাড়ের তলাকে ভালোভাবে পা এবং হাত দ্বারা আঁকড়ে ধরে রাখতে হয়। তাই ঘর্ষণের পরিমাণ বৃদ্ধি করে উক্ত স্থানগুলো শক্ত করে ধরে রাখার জন্য তারা চক পাউডার ব্যবহার করেন।