ট্রাপিজিয়াম কাকে বলে? | ট্রাপিজিয়াম কি?
ট্রাপিজিয়াম কাকে বলে?
- যে চতুর্ভূজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রপিজিয়াম বলে।
- যে চতুর্ভূজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
- যে চতুর্ভূজের একজোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম হলো চতুর্ভূজের একটি বিশেষ রূপ।
এ কারণেই সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বসকেও ট্রাপিজিয়াম বলা যায়।