বৃত্তচাপ, অধিচাপ, উপচাপ

বৃত্তের যেকোনা দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে।
চিত্রে A ও B দুইটি বিন্দুর মাঝে বৃত্তের অংশগুলোকে দেখানো হয়েছে।
দুইটি অংশের একটি অংশ ছোট, অন্যটি তুলনামূলকভাবে বড়। ছোট অংশটিকে উপচাপ ও বড় অংশটিকে অধিচাপ বলা হয়।
চাপ, উপচাপ, অধিচাপ