মুস্তাহাব কাকে বলে? মুস্তাহাব গোসল কিভাবে করতে হয়?
মুস্তাহাব কাকে বলে?
মুস্তাহাব অর্থ উত্তম, পছন্দনীয়। ফিকহের পরিভাষায় মুস্তাহাব বলা হয় যা আমল করলে সওয়াব রয়েছে কিন্তু ছেড়ে দিলে কোনো গুনাহ নেই। যেমন, জুমান দিন সুরা কাহাফ পড়া, জুমার দিন বেশি বেশি দরুদ পড়া, প্রতিমাসে তিনটি করে রোযা থাকা ইত্যাদি।
অনেক আলেমের মতে, মুস্তাহাব, নফল, সুন্নত, মানদুব সব একই অর্থবোধক।
মুস্তাহাব এমন আমল যা পালন না করলে কোনো শাস্তি পেতে হবে না। কিন্তু পালন করা ইসলামের দৃষ্টিতে উত্তম। মুস্তাহাব কাজ করলে সওয়াব ও আল্লাহর দরবারে পুরষ্কার আছে। যেমন – প্রতি আরবি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার রোযা রাখা মুস্তাহাব।
মুস্তাহাব গোসল কিভাবে করতে হয়?
মুস্তাহাব গোসল করার নিয়ম। মুস্তাহাব ও সাধারণ গোসলের সময় প্রথমে ‘বিসমিল্লাহ’ বলে সমস্ত দেহ পানি ঢালবে কিংবা পুকুর, খাল, নদীতে গোসলের ক্ষেত্রে ডুব দিবে। উল্লেখ্য যে, নারী-পুরুষ উভয়ের জন্য পর্দার মধ্যে গোসল করা আবশ্যক। (আবূদাউদ, নাসাঈ, মিশকাত হা/৪৪৭)