উদ্বায়ী পদার্থ কাকে বলে? | কর্পূরকে উদ্বায়ী পদার্থ বলা হয় কারণ

উদ্বায়ী পদার্থ কাকে বলে?

যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় এবং শীতলীকরণের ফলে পুনরায় গ্যাসীয় হতে কঠিন অবস্থা প্রাপ্ত হয়, তাদেরকে উদ্বায়ী পদার্থ বলে।

যেমন – ন্যাপথালিন, কর্পূর, আয়োডিন ইত্যাদি।

কর্পূরকে উদ্বায়ী পদার্থ বলা হয় কারণ

যেসব পদার্থে তাপ প্রদান করলে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় এবং ঠান্ডা করলে শীতলকরণ গ্যাসীয় অবস্থা থেকে কঠিনে রূপান্তরিতহয় তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। যেহেতু কর্পূরকে তাপ দিলে ইহা কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় এবং ঠান্ডা করলে শীতলীকরণে গ্যাসীয় অবস্থা থেকে কঠিনে রূপান্তরিত হয়। তাই কর্পূরকে উদ্বায়ী পদার্থ বলা হয়।