BOD ও COD এর মধ্যে পার্থক্য কি?
পানিতে উপস্থিত জৈব পদার্থের বিয়োজন প্রক্রিয়ায় যে পরিমাণ অক্সিজেন গৃহীত হয় তা হলো BOD। অন্যদিকে, পানিতে উপস্থিত জৈব ও অজৈব যৌগের জারণ প্রক্রিয়ায় গৃহীত অক্সিজেনের পরিমাণ হলো COD।
BOD প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া দ্বারা জারণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অপরদিকে, COD প্রক্রিয়ায় তীব্র জারক পদার্থ দ্বারা জারণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পানির COD এর মান BOD এর মান অপেক্ষা বেশি হয়।
এছারাও BOD ও COD এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
১. BOD প্রক্রিয়ার মাধ্যমে কেবলমাত্র জৈব ভাঙ্গন যুক্ত পদার্থসমূহ জারিত হয়। COD প্রক্রিয়ার মাধ্যমে জারনযোগ্য সকল প্রকার জৈব ও অজৈব পদার্থ জারিত হয়।
২. BOD তে অনুজীব দ্বারা জারন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। COD রাসায়নিক জারক দ্বারা জারন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়।
৩. BOD কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। COD দ্রুত ও সহজতর প্রক্রিয়া।
৪. BOD প্রাণ রাসায়নিক প্রক্রিয়া। COD রাসায়নিক প্রক্রিয়া।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “BOD এবং COD বলতে কি বুঝায়?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।