ক্যালকুলাস কি?
ক্যালকুলাস কি?
অতি ক্ষুদ্র রাশি বিষয়ক বিজ্ঞান হলো ক্যালকুলাস। এটি গণিতের গুরুত্বপূর্ণ শাখা। পদার্থবিজ্ঞানের গাণিতিক বিশ্লেষণে ক্যালকুলাস অপরিহার্য।
অতি ক্ষুদ্র রাশি বিষয়ক বিজ্ঞান হলো ক্যালকুলাস। এটি গণিতের গুরুত্বপূর্ণ শাখা। পদার্থবিজ্ঞানের গাণিতিক বিশ্লেষণে ক্যালকুলাস অপরিহার্য।
ডাইভারজেন্স কাকে বলে? ভেক্টর ফাংশন বা ক্ষেত্রের ডাইভারজেন্স হলো একটি স্কেলার ফাংশন বা ক্ষেত্র যা ভেক্টর ক্ষেত্রের কোনো বিন্দুতে ফ্লাক্সের প্রকৃতি জানা যায়।
ঋণাত্মক ভেক্টর কাকে বলে? নির্দিষ্ট দিক বরাবর কোন ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমজাতীয় সমমানের ভেক্টরকে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলে। A একটি যে কোন ভেক্টর হলে যদি অপর একটি ভেক্টর B এমন হয় যাতে A = -B হয়, তালে B কে A ভেক্টরের বিপরীত বা ঋণাত্মক ভেক্টর বলে। দুটি ভেক্টর পরস্পর বিপরীত হবে যদি তাদের দৈর্ঘ্য সমান হয়, ধারক রেখা একই বা সমান্তরাল হয় কিন্তু…
গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে কেন? গ্যাসের ক্ষেত্রে তাপ প্রয়োগ করা হলে উষ্ণতার সাথে সাথে গ্যাসের চাপ অথবা আয়তন অথবা উভয়ই পরিবর্তিত হয়। তাই কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তাপের পরিমাণও বিভিন্ন হয়। সেজন্য গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের আপেক্ষিক তাপ গুরুত্বপূর্ণ। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ স্থির…
মাত্রা কি বা মাত্রা কাকে বলে? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচকই ঐ রাশিটির মাত্রা।
সরল দোলকের গতি স্পন্দন গতি কেন? পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। সরল দোলকের গতির ক্ষেত্রে দোলকের বব পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। তাই সকল দোলকের গতি…
অভিকর্ষজ বল একটি সংরক্ষণশীল বল অভিকর্ষ বল দ্বারা দুটি নিদিষ্ট বিন্দুর মধ্যে সম্পন্ন কাজের পরিমাণ কেবল বিন্দু দুটির অবস্থানের উপর নির্ভরশীল কণাটির গতিপথের উপর নয়। অর্থাৎ কোনো কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় বলে অভিকর্ষ বল সংরক্ষণশীল বল।