আত্মীয় কাকে বলে?
আত্মীয়তা বলতে রক্তের সম্পর্কের মাধ্যমে অথবা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সৃষ্ট বন্ধনকে বোঝায়। পিতা-মাতার সাথে সন্তানের সম্পর্ক রক্তের সম্পর্ক ভিত্তিক। অন্যদিকে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক বৈবাহিক সম্পর্ক ভিত্তিক।
পরিবারের বাইরেও ব্যক্তির নানা জনের সাথে সম্পর্ক গড়ে ওঠে। সাধারণত আত্মীয়বর্গের সাথে তার সম্পর্ক বিশেষভাবে ঘনিষ্ঠ হয়ে ওঠে। আত্মীয়তা বন্ধন হল সেই বন্ধন যা আত্মীয়দের একটি বিশেষ সম্পর্ক জালে আবদ্ধ করে।
যে সম্পর্ক রক্তের সম্পর্কের ভিত্তিতে বা বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে রচিত হয়। এ প্রসঙ্গে রবিন কক্স এর মতে, সাধারণভাবে আত্মীয়তা হল আত্মীয়দের মধ্যে সম্পর্ক। এই আত্মীয়রা প্রকৃত বা কল্পিতভাবে রক্তের সম্পর্কে সম্পর্কিত।