১৪তম শিক্ষক নিবন্ধন সাজেসন্স-২০১৭

স্কুল ও কলেজ পর্যায়(৯০-৯৫%কমন পাবেন ইন-শা-আল্লাহ)

.
.স্বল্প সময়ে যারা শিক্ষক নিবন্ধনে পাশ করতে চান,তাদের জন্য আজকের এই সাজেসন্স। পরীক্ষার বেশি দিন বাকি নেই।
১ মাস এর মত সময় আছে।
.
প্রিলি.পরীক্ষা হবে সর্বমোট ১০০ মার্কের । সময় ১ ঘন্টা। পাশ মার্ক ৪০।কিন্তু আপনার জন্য কাট মার্ক ৪৮-৫০।একটু ভালো করে পড়লেই বাংলা,ইংরেজি ও গনিত মিলিয়ে ৭৫ এ ৪৫-৫০ পাওয়া যাবে। এবং সাধারন জ্ঞান ২৫ এ ৮-১০ সহজেই পাওয়া যাবে। মনে রাখবেন,প্রিলিতে টিকলেই আপনি রিটেন পরীক্ষা দেবার সুযোগ পাবেন।
.
এবার দেখে নেই মান বন্টনঃ
বাংলা…….২৫
ইংরেজি……২৫
গণিত….. ২৫ এবং
সাধারণ জ্ঞান… ২৫( বাংলাদেশ +আন্তজাতিক+বিজ্ঞান +তথ্য ও প্রযুক্তি)
.
এবার আসি কিভাবে পড়া শুরু করবেন:
.
সর্বপ্রথম :৬ষ্ঠ-১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের বিগত বছর সমূহের প্রশ্নসমূহ দেখবেন।কেননা,পূর্ববর্তী বছর থেকে ১৫-২০% প্রশ্ন রিপিট হয়।
.
বিসিএস থেকেও মাঝে মাঝে প্রশ্ন হয়।তাই ৩৪-৩৭ পর্যন্ত বিসিএস এর প্রশ্ন একবার হলে ও দেখে যেতে পারেন।এখান থেকে ৪-৫ মার্ক রিপিট হয়।
.
এবার আসি বিষয় ভিত্তিক সাজেসন্স ঃ
.
বাংলাঃ
সাহিত্যঃ বাংলায় সাহিত্য অংশ তেমন আসে না। তবে ৯ম-দশম ও ১১-১২ এর সাহিত্য পাঠ বইয়ে কবি ও সাহিত্যিকদের। জন্ম-মৃতু্ সালগুলো দেখতে পারেন।
.
গ্রামারঃগ্রামার থেকেই প্রশ্ন বেশি হয়।
বিরামচিহ্ন, ভুল সংশোধন, সমাস, কারক,প্রত্যয়, লিঙ্গ এই অংশের নিয়ম ভাল করে বুঝে বঝে মুখস্থ করে নিন। সমার্থক শব্দ, বাগধারা, বাক্য সংকোচন, বিপরীত শব্দ ভাল করে পড়ে নিন।
.
ইংরেজিঃ
Tense, Parts of speech, right forms of verb, article, (voice, naration, degree, sentence /
transformation of sentence conditional, preposition, idom and phrases, translation, synonym and antonyms.
.
বি.দ্র: যারা ইংরেজিতে দূর্বল তাদের জন্য:
(preposition, tense,right forms of verb,article, conditional) এখান থেকে ৫-৭ মার্ক পাবেনই ইন-শা-আল্লাহ।
.
গনিতঃ
.
পার্টিগনিতঃলসাগু গসাগু,লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা অংক সমূহ ভাল করে শেষ করবেন। এখান থেকে ৫-৭ মার্ক পাবেনই ইন-শা-আল্লাহ।
.
বীজগনিতঃউৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু,ল.সা.গু। এখান থেকে ৩-৪ মার্ক কমন পাবেন ইন-শা-আল্লাহ।কলেজের জন্য ত্রিকোনমিতি পরিমিতি দেখলে ভালো না দেখলে ও সমস্যা নাই।
.
জ্যামিতি: চাইলে বাদ দিতে পারেন।
তবে ভালো প্রস্তুতি চাইলে….
রেখা, কোণ, ত্রিভুজ, চতুৰ্ভুজ এর সংঙ্গা, প্রকারভেদ ও কোনের পরিমাপ দেখতে পারেন।
.
সাধারন জ্ঞানঃ.
.
বাংলাদেশ বিষয়াবলী ঃইতিহাস, ভাষা আন্দােলন, মুক্তিযুদ্ধ, বিভিন্ন অঞ্চলের নতুন পুরাতন নাম,জাতীয় সংসদ।
.
আর্ন্তজাতিক বিষয়াবলীঃনোবেল পুরষ্কার ২০১৬,জাতিসংঘ ও তার অঙ্গসংগঠন, এশিয়া, ইউরোপ ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশের রাজধানী,মুদ্রা ও এশিয়ার বিভিন্ন দেশের প্রাচীন নাম।
.
বিজ্ঞানঃ বিভিন্ন একক, পরিমাপক যন্ত্র:(যেমন:ভুমিকম্প পরিমাপক…….),বিভিন্ন কালচার(যেমন:এপিকালচার)
.
কম্পিউটার :বিসিএস ৩৪-৩৭ দেখুন।
.
রেফারেন্স বুক:
১. প্রফেসর ও অন্যান্য প্রকাশনীর বেসরকারি শিক্ষক নিবন্ধন গাইড)
২.বাংলার জন্য ৯ম-১০ ম শ্রেনীর বোর্ড বুক।
৩.ইংরেজির জন্য ৯ম-১০ শ্রেনীর যেকোন গ্রামার বুক।
.
.
বিসিএস ও মোটিভেশনাল আর্টিকেল রাইটার-
Najmus Shafiq Jim

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top