বঙ্গবন্ধু সেতুর নির্ধারিত টোলের পরিমাণ

যমুনা সেতুর নির্ধারিত টোল তালিকা

সেতুর টোল হারে মোটরসাইকেলের টোল ৫০ টাকা, কার ও জিপ ৫৫০ টাকা, পিকআপ ৬০০ টাকা, মাইক্রোবাস ৬০০ টাকা। ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) ১০০০ টাকা

ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১০০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত)  ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন পর্যন্ত) ১৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬০০০ টাকা।  এবং ট্রেনের জন্য বছরে ১ কোটি  টাকা

বঙ্গবন্ধু সেতুর টোলের হার

মোটর সাইকেল ৫০.০০
হালকা যানবাহন (কার/জীপ) ৫৫০.০০
হালকা যানবাহন (মাইক্রো,পিকআপ) (১.৫ টন এর কম) ৬০০.০০
ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০.০০
বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১০০০.০০
ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১০০০.০০
মাঝারি ট্রাক (৫ টন হতে ৮ টন পর্যন্ত) ১২৫০.০০
মাঝারি ট্রাক (৮ টন হতে ১১ টন পর্যন্ত) ১৬০০.০০
ট্রাক (৩ এক্সেল) ২০০০.০০
ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৩০০০.০০
ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৩০০০.০০+ প্রতি এক্সেল ১০০০.০০
ট্রেন বাৎসরিক ১ কোটি টাকা

 

Bangabandhu Bridge Toll List

আরো দেখুনঃ
পদ্মা সেতুর নির্ধারিত টোল হারের চার্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *