পদ্মা সেতুর চূড়ান্ত টোলের প্রজ্ঞাপন প্রকাশ: বাইক ১০০, বাস ১৪০০-২৪০০

পদ্মা সেতুর টোল তালিকাঃ পদ্মা সেতুর যানবাহনের শ্রেণি ও টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। মঙ্গলবার (১৭ মে) প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে। টোল হারে মোটরসাইকেলের টোল ১০০ টাকা, কার ও জিপ ৭৫০ টাকা, পিকআপ এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাস এক হাজার ৩০০ টাকা। ছোট বাস (৩১ আসন বা এর কম) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা এবং বড় বাস (৩ এক্সেল) দুই হাজার ৪০০ টাকা।

ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন পর্যন্ত) দুই হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা। এ আদেশ পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে কার্যকর হবে।

পদ্মা সেতুর নির্ধারিত টোল হারের চার্ট

  1. মোটর সাইকেল – ১০০ টাকা
  2. কার, জীপ – ৭৫০ টাকা
  3. পিকআপ – ১২০০ টাকা
  4. মাইক্রোবাস ১৩০০ টাকা
  5. ছোট বাস (৩১ আসন বা এর কম) – ১৪০০ টাকা
  6. মাঝারি বাস ( ৩২ আসন বা এর বেশি) ২০০০ টাকা
  7. বড় বাস (৩ এক্সেল) – ২৪০০ টাকা
  8. ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) – ১৬০০ টাকা
  9. মাঝারি ট্রাক (৫ টনের অধিক হতে ৮ টন পর্যন্ত) – ২১০০ টাকা
  10. মাঝারি ট্রাক (৮ টনের অধিক হতে ১১ টন পর্যন্ত) – ২৮০০ টাকা
  11. ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) – ৫৫০০ টাকা
  12. ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) – ৬০০০ টাকা
  13. ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৬০০০ + প্রতি এক্সেল ১৫০০ টাকা

Pabma Bridge Toll List

পদ্মা সেতুর টোলের তালিকা

 

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এত অধৈর্য হবেন না। সারসংক্ষেপ যাচ্ছে। চূড়ান্ত তারিখ দেবেন জননেত্রী শেখ হাসিনা। আমরা সেতু বিভাগ থেকে সারসংক্ষেপ পাঠাচ্ছি, দিনক্ষণ ঠিক করার জন্য। ইনশাআল্লাহ আগামী জুন মাসে পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হবে। জুনেই পদ্মাসেতু চালু করা হবে।

এ সময় তিনি পদ্মা সেতুর নামকরণ প্রসঙ্গে বলেন, শেখ হাসিনার নাম ছাড়া পদ্মা সেতু; এটা তাকে অসম্মান করা হবে। কিন্তু তিনি চান না। শেখ রেহানা চান না। তারা বলেন—পদ্মা সেতু পদ্মা সেতু হিসেবেই থাকবে। এই পদ্মা সেতুর নাম সারা জাতি শেখ হাসিনার নামে নামকরণ করতে চায়। আমিও প্রস্তাব দিয়েছি। সারা বাংলাদেশ থেকে প্রস্তাব এসেছে। সর্বস্তরের মানুষ প্রস্তাব করেছে, পদ্মা সেতু হচ্ছে শেখ হাসিনার সাহসের সোনালি ফসল। এ কারণে পদ্মা সেতুর নাম শেখ হাসিনা পদ্মা সেতু। এই দাবি আজও আমরা করছি।

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.