অ্যান্টিমাইক্রোবায়াল প্রিজারভেটিভস কাকে বলে? | অ্যান্টিমাইক্রোবায়াল প্রিজারভেটিভস কি?
অ্যান্টিমাইক্রোবায়াল প্রিজারভেটিভস কাকে বলে?
এটি ব্যাকটেরিয়া বা ফাংগাস এর বংশ বৃদ্ধি প্রতিরোধ করে। এ ধরনের প্রিজারভেটিভস এর মধ্যে সরবিক এসিড ও তার লবণ, বেনজয়িক এসিড ও তার লবন, Ca-প্রপানয়েট, সোডিয়াম নাইট্রাইট/নাইট্রেট, SO2, সোডিয়াম বাইসালফেট, পটাসিয়াম বাই সালফেট, EDTA প্রভৃতি গুরুত্বপূর্ণ।