অপ্রচলিত শক্তি কাকে বলে?
বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য সমস্ত শক্তি উৎসের ব্যবহার এখনো পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত হয় নি, সেই সমস্ত শক্তির উৎসকে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলা হয়। আর এই সমস্ত শক্তির উৎস থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে।
অপ্রচলিত শক্তির উৎস
অপ্রচলিত শক্তির গুরুত্বপূর্ণ উৎসগুলো হলো –
১) সৌরশক্তি,
২) বায়ু শক্তি,
৩) জোঁয়ার-ভাঁটা,
৪) ভূতাপ শক্তি,
৫) সমুদ্র তরঙ্গ শক্তি,
৬) জৈব গ্যাস শক্তি ইত্যাদি।
অপ্রচলিত শক্তির উৎসগুলো অফুরন্ত বা প্রবাহমান সম্পদ। যা কখনোই শেষ হবে না। অপ্রচলিত শক্তি ব্যবহারে কোন রকম পরিবেশ দূষণ হয় না বলে এগুলোকে পরিবেশ বান্ধব শক্তি বলা হয়। অপ্রচলিত শক্তি উৎপাদনে প্রযুক্তি সহজলভ্য নয় বলে প্রাথমিক পর্যায়ে প্রচুর মূলধনের প্রয়োজন পড়ে। এই শক্তির উৎসগুলোকে স্থানান্তর করা যায় না।