ত্রিযোজী মৌল কাকে বলে?
যেসব মৌলের যোজনী তিন সেসব মৌলকে ত্রিযোজী মৌল বলে। যেমন– আয়রণ (Fe), ফসফরাস (P), নাইট্রোজেন (N) ইত্যাদি।
রসায়ন বিষয়ের আরও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. সিলিকনের অক্সাইড কোন ধর্মী?
উত্তরঃ সিলিকনের অক্সাইড অম্লধর্মী।
প্রশ্ন-২. আদর্শ বা প্রতিরূপী মৌল কাকে বলে?
উত্তর : যে সকল মৌলের পরমাণুতে সর্ববহিঃস্থ শক্তিস্তর ইলেকট্রনে অপূর্ণ থাকে কিন্তু অভ্যন্তরীণ শক্তিস্তর এদের ধারণ ক্ষমতা অনুযায়ী ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, সে সকল মৌলকে আদর্শ বা প্রতিরূপী মৌল বলে।
প্রশ্ন-৩. আন্তঃঅবস্থান্তর মৌল কাকে বলে?
উত্তর : পর্যায় সারণির ল্যানথানাইড বর্গ এবং অ্যাকটিনাইড বর্গের মোট ৩০টি মৌলকে আন্তঃঅবস্থান্তর মৌল বলে।
প্রশ্ন-৪. কোন কোন গ্যাস নিস্ক্রিয় এবং কেন?
উত্তর : নিস্ক্রিয় গ্যাস-
১। আর্গন (Argon)
২। হিলিয়াম (Helium)
৩। নিয়ন (Neon)
৪। ক্রিপ্টন (Krypton)
৫। জেনন (Xenon)
৬। রেডন (Radon)
এরা অন্য কোন উপাদানের সাথে বিক্রিয়া করে না বলে এরা নিস্ক্রিয় গ্যাস।