প্রজাতি কাকে বলে?
শ্রেণিবিন্যাসের যে ক্ষদ্রতম গোষ্ঠী শুধু নিজ গোষ্ঠীর জীবের সাথে যৌন জনন সম্পন্ন করে প্রজননক্ষম বংশধর উৎপন্ন করে নিজেদের প্রজাতির ধারাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে এবং যারা অন্যান্য জীব থেকে জিনতাত্ত্বিকভাবে স্বতন্ত্র তাদের প্রজাতি বলে।
প্রশ্নঃ প্রজাতি কি?
– সর্বাধিক মিলসম্পন্ন একদল প্রাণীগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন মিলনের ফলে উর্বর সন্তান উত্পাদনে সক্ষম তাদের সমষ্টিকে প্রজাতি বলে।
প্রশ্নঃ স্পেসিয়েসন কি?
– প্রজাতি গঠন প্রক্রিয়াকে স্পেসিয়েসন বলে।
প্রশ্নঃ পলিপ্লয়ডি কি?
– স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যার গুণনকে পলিপ্লয়ডি বলে।
প্রশ্নঃ ম্যাক্রোজেনেসিস কি?
– আকস্মিকভাবে কয়েক ধরনের সল্টসনের মাধ্যমে নতুন প্রজাতির নতুন উন্নত ট্যাক্সা বা সাধারণভাবে নতুন টাইপ উত্পন্ন হওয়াকে ম্যাক্রোজেনেসিস বলে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “প্রজাতি কাকে বলে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।