Honors And Degree Suggestion

ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র সাজেশন ২০২৩ ( কোড ১১১৯০৩) সেশন ২০২১

1 min read

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের ডিগ্রি ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি।আসা করি তোমাদের উপকারে আসবে।

ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র সাজেশন ২০২৩ (সেশন ২০২১)

প্রিয় শিক্ষার্থী নিচে ডিগ্রি ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র সাজেশন ২০২৩ ফাইনাল সাজেশন দেওয়া হলো দেখে নিন।

ক. বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও!

১। পূর্ণরূপ লিখ- USA, UK
২। সরকারের অঙ্গ কয়টি?
উঃ তিনটি। যথা- ১. আইন বিভাগ; ২. শাসন বিভাগ ও বিচার বিভাগ।
৩। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের ও নিম্নকক্ষের নাম কী? উ:উচ্চকক্ষের নাম সিনেট। নিম্নকক্ষের নাম প্রতিনিধি (House of Representative)
৪। জনমত বলতে কি বুঝ?
উঃ জনমত হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যাবলি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের যুক্তিভিত্তিক, কল্যাণকামী, সুচিন্তিত এবং সৃদূর মতামত।
৬। সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান কে?
উঃ সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী।
৭। অধ্যাদেশ কি?
উঃ সাধারণত যখন সংসদ অকার্যকর থাকে অথবা যখন সংসদের অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতা বলে। যে আইন জারি করে তাকে অধ্যাদেশ বলে।
৮) মন্টেস্কু তাঁর কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা উল্লেখ করেছেন?
উ:- The Spirit of Laws.
৯। The Ruling Class’ গ্রন্থটি কার লেখা?
উ:ঘায়েটানো মসকা।
১০। Will not force is the basis of the state-উক্তিটি কার?
উ: (TH. Green)-এর।
১১। Federation শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে।
উ: ( Federation’ শব্দটি ল্যাটিন শব্দ Foedus থেকে The May এসেছে। যার অর্থ হচ্ছে সন্ধি বা মিলন।
১২। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কত বৎসরের জন্য নির্বাচিত হন?
উ: ৪ বছর।
১৪। মার্কিন প্রতিনিধিসভার সদস্য সংখ্যা কত?
উ: ৪০৫ জন।
১৫। সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট
১. প্রধানমন্ত্রীর নেতৃত্ব, ২. দায়িত্বশীলতা ৩ বিচার বিভাগের প্রাধান্য।
১৬। অধ্যাদেশ কী?
উ:সাধারণ যখন সংসদ অকার্যকর থাকে অথবা যখন সংসদের অধিবেশন নক্ষ থাকে তখন রাষ্ট্রের ডারুনি প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতা বলে যে আইন জারি করে তাকে অধ্যাদেশ বলে।
১৭। নির্বাচন পদ্ধতি কত প্রকার?
উঃ দুই প্রকার। ১. প্রত্যক্ষ নির্বাচন ও ২. পরোক্ষ নির্বাচন।
১৮। ব্রিটিশ কমন্স সভার সদস্য সংখ্যা কত? :
উ: কমন্সসভার সদস্য সংখ্যা ৬৫০ ।
১৯। ব্রিটেনের সংবিধান কোন ধরনের?
উঃ অলিখিত ও সুপরিবর্তনীয়।
২০। ভেটো কি?
উঃ ভেটো অৰ্থ আমি না। প্রধান নির্বাহী কর্তৃক আইনসভা প্রণীত আইন পাসে বাধা প্রদানের প্রক্রিয়াই হলো ভেটো।
২১। মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উ: ৬ বছরের জন্য।
২২। গ্রীক শব্দ Demos এর অর্থ কি? ।
উ: গ্রীক Demos শব্দের অর্থ জনগণ।
২৩। কোন ধরনের সৱকার বাবায় বিভাগ আইন বিভাগেৱ নিকট দায়ী থাকে?
 উঃ মমন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে।
২৪। গণতম্ভ হলো জনগনের দ্বারা, জনগণের
জন্য এবং জনগণের সরকার”উক্তিটি কার?
উঃ আব্রাহা লিংকনের।
২৫ নির্বাচকমগুলী কারা?
উঃ যারা আইনসতা অথৰা নির্বাচক সংস্থায় প্রতিনিধি নির্বাচনে আইনগত ভোটদানে অধিকারী তারাই নির্বাচনমন্ডলী।
২৬। ম্যাগনাকাটা কত সালে স্বাক্ষরিত হয়?
উ: ১২১৫ সালের ১৫ জুন।
 ২৭।ব্রিটিশ  ক্যাবিনেটের প্রধান কে?
উঃ ব্রিটিশ প্রধানমন্ত্ৰী।
২৮। ব্রিটেনে গৌরবময় বিপ্লৰ কত সালে সংঘটিত হয়া?
ভঃ ব্রিটেনে গৌৱবময় বিপ্লব’ ১৬৮৮ সালে অনুষ্ঠিত হয়। ২৯। মার্কিন সংবিধানের অভিভাবক কে?
উঃ মার্কিন সুপ্রীমকোর্ট।
৩০। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ কি?
 উঃ সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা।
৩১ মন্ত্রী পরিষদ শাসিত সরকারের আৱেক নাম কি?
উঃ মন্ত্রিপরিষদ শাসিত সরকারের অপর নাম হলো  দায়ীত্বশীল সরকার।
৩২। ক্ষমতা স্বতন্ত্রীকৱণ নীতির প্রবক্তা কে?
 উঃ ফরাসি দার্শনিক মন্টেস্কু।
৩৩। গণতন্ত্রের বিপরীত রূপ কী?
উ:- স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিপরীত রূপ।
৩৪ ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
উ: ১২১৫ সালের ১৫ জুন-এ।
 ৩৫। কোন সাংবাদিককে The Mother of the Constitution বলা হয়।
উ: গ্রেট ব্রিটেনের শাসনতম্র বা সংবিধানকে  Mother of the Constitution বলা হয়।
৩৬। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কী?
উ:লর্ডসভা।
৩৭। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি?
 উ: মার্কিন সুপ্রীমকোর্ট।
৩৮। সংবিধান প্রতিষ্ঠার কয়টি পদ্ধতি আছে?
 উ: ৪টি। যথা-(ক) রাজার অনুমোদন (খ) ইচ্ছাকৃত রচনা; (গ) ক্রমরি্ববর্তন ও (ঘ) বিপ্লব।
৩৯। রাজতন্ত্র কি?
উঃ রাজতন্ত্র হলো এমন এক শাসনব্যৰস্থা যেখানে রাজা বা রানির নামে শাসনব্যবস্থা পরিচালিত হয়।
৪০। ব্রিটেনের লর্ড সভায় সভাপতিত্ব করেন কে?
উ:লর্ড চ্যান্সেলর।
৪১। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রযে়ছে?
 উ: ব্রিটেনে সাংবিধানিক রাজতন্ত্র রয়েছে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও

১। নির্বাচকমণ্ডলী কি বা কারা? ১০০%

২। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি? ১০০%

৩। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কি বুঝ? ১০০%

৪। বিচার বিভাগীয় পর্যালোচনা কি? ১০০%

৫। মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কি বুঝা? ১০০%

৬। রাজা কোনো অন্যায় করতে পারে না”-ব্যাখ্যা কর। ৭। ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো কি?

৮। একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা কর।

৯। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ? ১০০%

১০। প্রথা কি? প্রথা কেন মান্য করা হয়? ৯৯%

১১। চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও চাপসৃষ্টিকারী দল কি? পার্থক্য লিখ। ৯৯%

১২। সিনেটের সৌজন্য কি? মার্কিন সিনেটের গঠন লিখ। ৯৯%

১৩। কেবিনেটের একনায়কত্ব কি? ৯৯%

১৪। অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বুঝ? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও]

১। বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায়? আলোচনা কর। ১00%

২। যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%

৩। জনমত কাকে বলে? জনমত গঠনের বাহনসমূহ আলোচনা কর। ১০০%

৪। ব্রিটিশ কমন্স সভার ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ১০০%

৫। “ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম”– ব্যাখ্যা কর। ১০০%

৬। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%

৭। ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলির তুলনামূলক আলোচনা কর। ১০০%

৮। সংসদীয় সরকারের সফলতার শর্তাবলি সংক্ষেপে আলোচনা কর। ১০০%

৯। “ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়”- ব্যাখ্যা কর। ১০০%

১০। সংবিধান কি? সংবিধান প্রতিষ্ঠা বা প্রণয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%

১১। আইনসভা কি? আইনসভার ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ৯৯% অথবা, আধুনিককালে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা কর।

১২। আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর।

১৩। রাজনৈতিক দল কি? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।

১৪। ব্রিটেনের কমন্সসভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা কর?

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x