সমবায় উপবিধি বলতে কি বোঝায়?

সমবায় উপবিধি বলতে কি বোঝায়?

সমবায় সমিতির পরিচালনাসংক্রান্ত সব নিয়মকানুন যে দলিলে লেখা থাকে, তাকে সমবায় উপবিধি বলে।

এটি সমবায়ের মূল বা প্রধান দলিল। এর ওপর ভিত্তি করে সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়। এর বাইরে কোনো কাজ করা সমবায় সমিতির জন্য বৈধ নয়। এ উপবিধির বাইরে কোনো সমস্যা উদ্ভব হলে তা সমবায় নিবন্ধকের অনুমতি নিয়ে মীমাংসা করতে হয়।

এক্ষেত্রে সমবায় আইন ও সমবায় বিধিমালা অনুসরণ করতে হয়।

Similar Posts