হিসাববিজ্ঞান

হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা কি

1 min read

হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা কি

হিসাববিজ্ঞানের যে প্রক্রিয়ার দ্বারা কারবার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনে নিয়ন্ত্রণের উদ্দেশ্য হিসাব সংক্রান্ত তথ্যসংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও বণ্টন ব্যবস্থা করা হয় তাকে হিসাববিজ্ঞান তথ্য বা তথ্য ব্যবস্থা বলে। অন্যভাবে বলতে গেলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তির দায় আয়-ব্যয় সংক্রান্ত প্রতিষ্ঠানের সকল বিভাগ ও উপরিভাগের থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রক্রিয়াকরণের জন্য মূল তথ্য ব্যবস্থা নিয়ে আসে এবং সেই তথ্য উপাত্তের উপর ভিত্তি করে পরিচালনা পর্ষদ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে।

Weygandt Kieso Kimel -এর মতে, “The system that collects and process transaction data and disseninated financial information to interested parties is known as the accounting information system.”

হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা কাকে বলে

লেনদেন সংক্রান্ত তথ্যসংগ্রহ লিপিবদ্ধকরণ, প্রক্রিয়াকরণ ও প্রক্রিয়াজাত তথ্য আগ্রহী পক্ষসমূহের মধ্যে বিতরণের ব্যবস্থা করার সামগ্রিক কার্যক্রমকে হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা বা তথ্য পদ্ধতি বলে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x