সমবায় গঠনের মুখ্য উদ্দেশ্য কী?
সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ই সমবায়ের মুখ্য উদ্দেশ্য।
সমবায় সমিতি প্রতিষ্ঠার মূল কারণ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের আর্থিক কল্যাণ সাধন এবং মধ্যস্থব্যবসায়ীর শোষণ থেকে মুক্তি পাওয়া। সমবায়ের মাধ্যমে নিম্নআয়ের লোকজন মধ্যস্থব্যবসায়ীর শোষণ থেকে রক্ষা পায়। তারা নিজেদের আর্থিক ও সামাজিক উন্নতি সাধন করে। সমবায় গঠনের ফলে সদস্যদের জীবনযাত্রার মান উন্নত এবং সদস্যরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়।