রসায়ন

সেমি মাইক্রো ও মাইক্রো পদ্ধতি আধুনিক জীবনে ল্যাবরেটরিতে প্রয়োজন কেন?

0 min read

সেমি মাইক্রো ও মাইক্রো পদ্ধতি আধুনিক জীবনে ল্যাবরেটরিতে প্রয়োজন কেন?

রাসায়নিক বিশ্লেষণে সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানাইটিক্যাল পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন গ্রুপের অম্লীয় ও ক্ষারীয় মূলক আলাদা করতে পারা যায়। অজৈব লবণের গুণগত বিশ্লেষণে নমুনার বিভিন্ন পরিমাণ ব্যবহার করা যায়। বর্তমানে সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানালাইসিসি পদ্ধতি ব্যবহার করে যথাক্রমে প্রতিটি পরীক্ষার প্রায় 0.1 গ্রাম থেকে 0.5 গ্রাম বস্তুর প্রয়োজন হয়। মাইক্রো ও সেমি. মাইক্রো পদ্ধতিতে বিকারক কম ব্যবহৃত হওয়ায় খরচও কম হয়। অন্যদিকে মাইক্রো পদ্ধতিতে দামি যন্ত্রপাতি ব্যবহার করা হয়।

সুতরাং বলা যায়, সেমি মাইক্রো ও মাইক্রো পদ্ধতি আধুনিক জীবনে ল্যাবরেটরিতে প্রয়োজন।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x