অব্যয় কাকে বলে? | অব্যয়ের প্রয়োজনীয়তা | অব্যয়ের শ্রেণিবিভাগ
অব্যয় কাকে বলে?
যে সমস্ত পদে বিভক্তি যুক্ত হয় না, লিঙ্গ, বচন, পুরুষভেদে যাদের কোনো পরিবর্তন হয় না তাদের অব্যয় বলে। অব্যয় অর্থাৎ নাই ব্যয় যার।
সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর মতে, বাক্যগত উক্তিকে এবং বাক্যস্থ পদগুলির সম্বন্ধকে স্থান, কাল, পাত্র ও প্রকার বিষয়ে পরিস্ফুট করে দেয় যে পদগুলি তাদের অব্যয় বলে।
অব্যয়ের প্রয়োজনীয়তা
- অব্যয় পদগুলি বাংলা ভাষায় একটি পদের সঙ্গে অন্য একটি পদের, একটি বাক্যাংশ বা একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের সম্বন্ধ স্থাপন করে।
- অব্যয় পদগুলি যেমন বিভিন্ন পদের অন্বয় স্থাপন করে তেমনি বাক্যের শ্রুতিমাধুর্য বৃদ্ধি করে, অর্থসৌন্দর্য বৃদ্ধি করে।
- বাক্যের ভাব প্রকাশে সাহায্য করে।
অব্যয়ের শ্রেণিবিভাগ
অব্যয় প্রধানত চার প্রকার। যথাঃ
- পদান্বয়ী অব্যয়
- সমুচ্চয়ী অব্যয়
- অনন্বয়ী অব্যয়
- অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয়।