অঞ্চলায়ন কাকে বলে?

অঞ্চলায়ন কাকে বলে?

দেহ বড় কয়েকটি অংশে বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে অঞ্চলায়ন বলে। Arthropoda পর্বের প্রাণীদের এরূপ বিভাজন সুস্পষ্টভাবে দেখা যায়। যেমন – দেহের তিনটি অংশ মাথা, বক্ষ ও উদরের প্রত্যেকটি অঞ্চল বা Tagmata এবং একত্রে Tagma বলা হয়। প্রতিটি Tagmata ভ্রূণ বৃদ্ধিকালীন সময়ে কয়েকটি খণ্ডক নিয়ে গঠিত হয়।

কোনো পতঙ্গে দুটি Tagmata আবার কোনো কোনো পতঙ্গে তিনটি Tagmata পরিলক্ষিত হয়। যেমন – ঘাসফড়িং এ তিনটি Tagmata দেখা যায়।

অর্থাৎ এর দেহকে তিনটি অংশে বিভক্ত করা যায়।

Similar Posts