অংশীদারি চুক্তি লিখিত হওয়া বাঞ্ছনীয় কেন?
অংশীদারি চুক্তি লিখিত হওয়া বাঞ্ছনীয় কেন?
অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, বিরোধ এবং মামলা এ ধরনের চুক্তি লিখিত হওয়া বাঞ্ছনীয়।
চুক্তির ভিত্তিতে অংশীদার ব্যবসায় গঠিত হয়। এ চুক্তি মৌলিক ও লিখিত উভয় হতে পারে। চুক্তি লিখিত হবার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। তবে চুক্তি লিখিত হলে ভবিষ্যতে অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি বিরোধ ও মামলা সংক্রান্ত সমস্যা সহজে সমাধান করা যায়।
এজন্যই অংশীদারি চুক্তি লিখিত হওয়া বাঞ্ছনীয়।