ভোক্তা স্বার্থ রক্ষায় বিএসটিআই এর গুরুত্ব ব্যাখ্যা কর।
বিএসটিআই (Bangladesh Standards and Testing Institution) বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী একটি সংস্থা।
পণ্যের গুণগত মান দেখে BSTI সনদ ও পণ্যের ওপর সিল দেয়। ক্রেতারা এ সিল দেখেই আসল পণ্য চিনে কিনতে পারে। এ বিষয়টি পণ্যের মান সম্পর্কে তাদের নিশ্চয়তা দেয়। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত না হলে BSTI পণ্যের লাইসেন্স বাতিল করে দেয়।
সুতরাং এভাবে ভোক্তারা স্বার্থ রক্ষায় BSTI গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।