ভোক্তা স্বার্থ রক্ষায় বিএসটিআই এর গুরুত্ব ব্যাখ্যা কর।

ভোক্তা স্বার্থ রক্ষায় বিএসটিআই এর গুরুত্ব ব্যাখ্যা কর।

বিএসটিআই (Bangladesh Standards and Testing Institution) বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী একটি সংস্থা।

পণ্যের গুণগত মান দেখে BSTI সনদ ও পণ্যের ওপর সিল দেয়। ক্রেতারা এ সিল দেখেই আসল পণ্য চিনে কিনতে পারে। এ বিষয়টি পণ্যের মান সম্পর্কে তাদের নিশ্চয়তা দেয়। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত না হলে BSTI পণ্যের লাইসেন্স বাতিল করে দেয়।

সুতরাং এভাবে ভোক্তারা স্বার্থ রক্ষায় BSTI গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।