পদার্থ বিজ্ঞান

বৃষ্টির ফোঁটা কচু পাতাকে ভিজায় না অথচ আম পাতাকে ভিজায় কেন?

0 min read

বৃষ্টির ফোঁটা কচু পাতাকে ভিজায় না অথচ আম পাতাকে ভিজায় কেন?

আমরা জানি, কোনো তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90° এর কম হলে ঐ তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজাবে। আবার, তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণ স্থূলকোণ অর্থাৎ 90° এর চেয়ে বেশি হলে ঐ তরল পদার্থ কঠিন পদার্থটিকে ভিজাবে না। কচু পাতার সাথে পানির স্পর্শ কোণ 90° এর চেয়ে বেশি হয়। তাই পানি কচু পাতাকে ভিজাতে পারে না এবং কচু পাতার গায়ে পানি লাগে না। আর আম পাতার সাথে পানির স্পর্শ কোণ 90° এর চেয়ে কম। এ কারণে পানি আম পাতাকে ভিজায় এবং কাচের গায়ে পানি লেগে থাকে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x