Modal Ad Example
ব্যবস্থাপনা

বিন্যাস কাকে বলে?

1 min read

বিন্যাস কাকে বলে?

বিন্যাস বলতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, যন্ত্রপাতি এবং কর্মকেন্দ্রের নকশাকরণকে বুঝায়। এ জাতীয় নকশাকরণে প্রতিষ্ঠানের অভ্যন্তরে মালামাল, কর্মরত শ্রমিক-কর্মী ও ক্রেতাগণের চলাচলের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

একটি প্রতিষ্ঠানে অসংখ্য বিভাগ, অসংখ্য ছোট-বড় মেশিনপত্র এবং অনেক কর্মকেন্দ্র থাকতে পারে। দক্ষতার সাথে কর্ম সম্পাদনের জন্য এসকল বিভাগ, মেশিনপত্র এবং কর্মকেন্দ্রকে সুশৃঙ্খল, সামঞ্জস্য ও ধারাবাহিকভাবে সাজাতে পারে। এক্ষেত্রে সঠিকভাবে সাজাতে না পারলে অর্থাৎ সঠিকভাবে বিন্যাস করা না গেলে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল সম্পদের অপচয় ঘটবে।

 

তাই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যন্ত্রপাতি, কর্মকেন্দ্র ও বিভাগসমূহকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে সঠিক ও সৃশৃংখলভাবে সাজাতে বিন্যাস পরিকল্পনা প্রণয়ন করা আবশ্যক। কারখানা বা অফিসের প্রয়োজনীয় যন্ত্রপাতি, আসবাবপত্র, অন্যান্য সরঞ্জামকে কাঙ্খিতভাবে সাজিয়ে রাখাকে বিন্যাস বলে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x