Modal Ad Example
পৌরনীতি

পৌরনীতি বলতে কি বোঝ? পৌরনীতি সম্পর্কে এফ.আই.গ্লাউডের সংজ্ঞা

1 min read

পৌরনীতি বলতে কি বোঝ?

যে শাস্ত্র নাগরিকদের আচরণ, দায়িত্ব-কর্তব্য এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্পর্কে জ্ঞানদান করে তাকে ‘Civics’ বা পৌরনীতি বলে। এটিকে নাগরিকতাবিষয়ক বিজ্ঞানও বলা হয়। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক জীবন পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয়। নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, নাগরিকের অধিকার ও কর্তব্যবোধ এবং রাষ্ট্র ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলি পর্যালোচনার আলোকে আদর্শ নাগরিক জীবনের শিক্ষাদান করে।

পৌরনীতি সম্পর্কে এফ.আই.গ্লাউডের সংজ্ঞাটি কি?

পৌরনীতি সম্পর্কে এফ.আই.গ্লাউডের সংজ্ঞটি হলো – যেসব প্রতিষ্ঠান অভ্যাস, কার্যাবলি ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়নই হলো পৌরনীতি।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x