শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য

শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য

শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিম্নরূপ –

নং শক্তি ক্ষমতা
 ১ কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোন বস্তু একক সময়ে যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে।
 ২ মোট নিষ্পন্ন কাজ দিয়ে শক্তি নির্ধারণ করা হয়। শক্তি নির্ণয়ে তাই সময়ের প্রশ্ন আসে না। ক্ষমতা নির্ধারণে মোট কাজের কোন প্রয়োজন নেই। নির্দিষ্ট পরিমাণ কাজ করতে যার সময় যত কম লাগবে তার ক্ষমতা তত বেশি। ক্ষমতা নির্ণয়ে তাই সময়ের প্রশ্ন আসে।
 ৩ শক্তির প্রকারভেদ আছে এবং শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়। ক্ষমতার প্রকারভেদ নেই, তাই রূপান্তরের প্রশ্ন ওঠে না।
 ৪ শক্তির মাত্রা : ML2T-2 ক্ষমতার মাত্রা : ML2T-3
 ৫ শক্তির একক জুল। ক্ষমতার একক ওয়াট।

Similar Posts