শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য
শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য
শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিম্নরূপ –
নং | শক্তি | ক্ষমতা |
১ | কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। | কোন বস্তু একক সময়ে যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। |
২ | মোট নিষ্পন্ন কাজ দিয়ে শক্তি নির্ধারণ করা হয়। শক্তি নির্ণয়ে তাই সময়ের প্রশ্ন আসে না। | ক্ষমতা নির্ধারণে মোট কাজের কোন প্রয়োজন নেই। নির্দিষ্ট পরিমাণ কাজ করতে যার সময় যত কম লাগবে তার ক্ষমতা তত বেশি। ক্ষমতা নির্ণয়ে তাই সময়ের প্রশ্ন আসে। |
৩ | শক্তির প্রকারভেদ আছে এবং শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়। | ক্ষমতার প্রকারভেদ নেই, তাই রূপান্তরের প্রশ্ন ওঠে না। |
৪ | শক্তির মাত্রা : ML2T-2 | ক্ষমতার মাত্রা : ML2T-3 |
৫ | শক্তির একক জুল। | ক্ষমতার একক ওয়াট। |