কী কী ক্যাটায়ন জাতীয় ল্যাবরেটরি রাসায়নিক দ্রব্য পরিবেশ দূষণ ঘটায়?

কী কী ক্যাটায়ন জাতীয় ল্যাবরেটরি রাসায়নিক দ্রব্য পরিবেশ দূষণ ঘটায়?

ল্যাবরেটরিতে লবণ শনাক্তকরণের যে সকল উপাদান সিংকের মাধ্যমে পরিবেশে অবমুক্ত হয়, ক্যাটায়ন হিসেবে রাসায়নিক দ্রব্য সিংকের মাধ্যমে আশে পাশের পানিতে মিশে গিয়ে পরিবেশ দূষণ ঘটায়। যা একই সাথে মাটি ও পানিকে দূষিত করে। যেমন – Hg2+, Pb2+, Cu2+, As3+, Zn2+, Mn2+, Fe2+, Fe3+, Co2+, Ni2+ ইত্যাদি।