ভিনেগার এর খাদ্য সংরক্ষণ কৌশল ব্যাখ্যা কর।
খাদ্য দ্রব্যকে ভিনেগারে ডুবিয়ে রাখলে উচ্চ অম্লীয় পরিবেশে অণুজীব বাঁচতে পারে না, তাই খাদ্যদ্রব্য সংরক্ষিত হয়। ফল, সবজি, মাংস এবং মাছ পিকলিং যুক্ত করে সংরক্ষণ করা হয়। পিকলিং কৃত খাদ্য মসলা, লবণ বা চিনি যুক্ত করে খাদ্যের স্বাদ বৃদ্ধি করা হয়। পিকলিংকে অন্য খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ার সাথে যুক্ত করা হয়। যেমন – লবণের দ্রবণে শসাকে ফারমেন্টেশন করা হয় পরে ভিনেগারের লঘু পিকলিং তৈরি করে উক্ত দ্রবণে খাদ্য কৌটাজাত বা বোতলজাত করা হয়।