পাইরেক্স কী?
পাইরেক্স কী?
পাইরেক্স হলো ল্যাবরেটরির গ্লাস সামগ্রী তৈরিতে ব্যবহৃত এক ধরনের বিশেষ গ্লাস যা বেশ তাপ সহিষ্ণু এবং সহজে ভেঙে যায় না।
পাইরেক্স হলো ল্যাবরেটরির গ্লাস সামগ্রী তৈরিতে ব্যবহৃত এক ধরনের বিশেষ গ্লাস যা বেশ তাপ সহিষ্ণু এবং সহজে ভেঙে যায় না।
রাইডার বা আরোহী কাকে বলে? সূক্ষ্ম ধাতব তারের আকৃতিবিশিষ্ট বাকানো তার যা নিক্তির বীমের ওপর দিয়ে চলাচল করতে পারে তাকে রাইডার বা আরোহী বলা হয়।
আয়ন কি? রাসায়নিক বিক্রিয়ার সময় যেসব পরমাণু বা পরমাণুগুচ্ছ এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক বা ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আয়নীকরণ বলে।
পর্যায় সারণির মূল ভিত্তি পারমাণবিক সংখ্যা নয় কেন? মৌলসমূহের পারমাণবিক সংখ্যাকে পর্যায় সারণির মূল ভিত্তি ধরলে কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারে না। যেমন – প্রথম সারিতে মাত্র 2 টি মৌল, দ্বিতীয় ও তৃতীয় সারিতে মাত্র 8 টি মৌল, চতুর্থ ও পঞ্চম সারিতে 18 টি এবং ষষ্ঠ সারিতে 32 টি মৌলের অবস্থানের কারণ ব্যাখ্যা করতে পারে না।…
অণু কাকে বলে? দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা ঐ পদার্থের ধর্মাবলী অক্ষুন্ন রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে তাকে অণু বলে। যেমন : হাইড্রোক্লোরিক এসিডে একটি H পরমাণুর সাথে একটি Cl পরমাণু যুক্ত হয়ে HCl অণু গঠিত হয়। আবার, পানিতে দুটি H পরমাণুর…
বিক্রিয়া তাপ কি? কোনো বিক্রিয়ায় যে পরিমাণ তাপশক্তি নির্গত বা শোষিত হয় তাকে ঐ বিক্রিয়ার বিক্রিয়া তাপ বলে।
ট্রান্স এনার্জি কী? বর্জ্য পদার্থ থেকে তাপ ও বিদ্যুৎ উপাদনের পদ্ধতিকে ট্র্যাস এনার্জি (Trash Energy) বলে। প্রসঙ্গত ইংরেজি “ট্রান্স” মানে হলো কোনো অপ্রয়োজনীয় ফেলে দেওয়ার মতো জিনিস অর্থাৎ বর্জ্য। ট্র্যাস এনার্জি উৎপাদনের পদ্ধতি ওয়েস্ট-টু-এনার্জি (Waste-to-Energy সংক্ষেপে WtE) বা এনার্জি-ফ্রম-ওয়েস্ট (Energy-from-Waste সংক্ষেপে EfW) নামেও পরিচিত। ইনসিনারেশন (Incineration), গ্যাসিফিকেসন (Gasification), পাইরোলাইসিস (Pyrolysis) প্রভৃতি পদ্ধতিতে ট্রান্স এনার্জি উৎপাদন…