Modal Ad Example
পদার্থ বিজ্ঞান

পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে?

1 min read

পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে?

দুটি আধানের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্বে শূন্যস্থানে যে বল ক্রিয়া করে আর ঐ দুই আধানের মধ্যে একই দূরত্বে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে যে বল ক্রিয়া করে তাদের অনুপাত ঐ মাধ্যমের জন্য ধ্রুব সংখ্যা হয়। এ ধ্রুব সংখ্যাকে ঐ মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুুতিক ধ্রুবক (dielectric constant) বলা হয়। একে K দ্বারা প্রকাশ করা হয়।

শূণ্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে দুটো আধানের মধ্যকার আকর্ষণ বল এবং অন্য কোন মাধ্যমে সমদূরত্বে ঐ দুটো আধানের মধ্যকার আকর্ষণ বলের অনুপাত কে ঐ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে।
শূণ্য মাধ্যমে নিদিষ্ট দূরতে থাকা দুটি আধানে মধ্যকার বল F হলে এবং অন্য কোন মাধ্যমে একই দূরত্বে আধানদ্বয়ের মধ্যকার বল F’ হলে ঐ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হবে, K=F/F’
5/5 - (2 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x