দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পার্থক্য কী?
দায়িত্ব ও কর্তব্যকে কে চুলচেরা বিশ্লেষন করলে এই দুটি শব্দের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে।
1) একজন একটি কাজ দিয়েছে সেটি পালন করা তার দায়িত্ব।
আর যেটি সামাজিকতার দিক থেকে নিয়মিত ভাবে করতে হয়, যেমন: মা বাবা কে সেবা করা কর্তব্য।
2) দ্বায়িত্ব হচ্ছে কোন যথোপযুক্ত ব্যক্তি বা কোনো সংস্থা কর্তৃক প্রদত্ত নীতিমাল বা বিধি নিষেধ যেটা মানতে সবাই বাধ্য। সোজা কথায় সবাইকে ওগুলো করতেই হবে। না করলে জবাবদিহি করতে হবে।
আর অন্যদিকে, কর্তব্য হচ্ছে যেটা করা উচিত কিন্তু না করলে সমস্যা হতে পারে বা নাও হতে পারে। অনেকটা ঐচ্ছিক।
3) দায়িত্বগুলি নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যক্তির দ্বারা সম্পন্ন হওয়া উচিত।
আর কর্তব্য হলো আপনার উপর যে দায়িত্ব তা করা।
4) দায়িত্ব হল ব্যাক্তি হিসেবে আপনি যে কাজে যুক্ত সেই কাজের নির্ধারিত করনীয় বিষয় যা আপনাকে বাধ্যতামূলক করতে হবে।
আর কর্তব্য হল দায়িত্বের মতই কিছু কাজ যা ততটা বাধ্যতামূলকভাবে না করলেও চলে তবে নৈতিক দৃষ্টিকোন থেকে করতে হয় বা করা উচিত। ধরা যাক এক ব্যক্তি একটি অফিসে কাজ করেন সেখানে 10 থেকে 6 টা প্রতিদিন কাজের সময় নির্দিষ্ট, এটা তার দায়িত্ব। আবার কোন একদিন প্রতিষ্ঠানের বিশেষ স্বার্থে নিজের থেকে সন্ধ্যা 6 টার পরেও একটু বাড়তি কাজ কেউ করলেন সেই কাজের জন্য অফিস থেকে কিছু বলা হয়নি। তাহলে এই কাজ টুকুই তার কর্তব্যবোধ।
আমার মনে হয় বর্তমান সমাজের প্রত্যেক নাগরিককে নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া উচিৎ ।