মিশ্র অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর
মিশ্র অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যসমূহ
মিশ্র অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান। এ ব্যবস্থায় চূব্য ক্রয়–বিক্রয় ও ভোগের ক্ষেত্রে ভোক্তা অবাধ স্বাধীনতা তোপ করে। ব্যক্তিগত উদ্যোগে উৎপাদনের স্বীকৃতি থাকায় মুনাফা বৃদ্ধিতে সরকারের বাধা থাকে না। এ অর্থব্যবস্থা বাজার অর্থনীতির ধারণাকে সমর্থন করে। এজন্য অনেকে মিশ্র অর্থব্যবস্থাকে শ্রেষ্ঠ অর্থব্যবস্থা মনে করেন।