দীর্ঘকাল হল এমন একটি সময় যখন নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে সকল উপকরণই পরিবর্তনযোগ্য। এ সময়ে ফার্ম বা শিল্প উৎপাদনে নিয়োজিত যে কোন উপকরণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। দীর্ঘকালে একটি ফার্ম উৎপাদনের যেমন পরিবর্তন করতে পারে, তেমনি উৎপাদন ক্ষেত্রে ব্যবহারযোগ্য সকল উপকরণের পরিবর্তনও করতে পারে। অর্থাৎ, এ সময়ে সমস্ত উপকরণ পরিবর্তনশীল হিসেবে গণ্য করা হয়। তবে যা কিছুই পরিবর্তিত হোক, তা হতে হবে দেয় উৎপাদন অপেক্ষকের প্রেক্ষিতে। অর্থাৎ, প্রদত্ত প্রযুক্তির ভিত্তিতে। বাস্তবে গবেষকরা বারো মাসের বেশি যে কোন সময়কে দীর্ঘকাল হিসেবে বিবেচনা করেন।
দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কি (What is Longrun Average Cost Curve?)
দীর্ঘমেয়াদি সব উপকরণ পরিবর্তন করা যায়। এ সময়ে উৎপাদক তার প্লান্টের আকার পরিবর্তন করতে পারে। দীর্ঘকালীন মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে দীর্ঘমেয়াদি/দীর্ঘকালীন গড় ব্যয় পাওয়া যায়। স্বল্পকালীন প্রতিটি গড় ব্যয় রেখা একেকটি প্লান্টের সাথে সম্পর্কযুক্ত থাকে। দীর্ঘকালে ফার্ম প্রতিটি স্বল্পকালীন গড় ব্যয় রেখা দ্বারা সম্ভাব্য ন্যূনতম ব্যয়ে বিভিন্ন স্তরে উৎপাদন নির্ধারণ করে। এভাবে প্রতিটি স্বল্পকালীন গড় ব্যয় রেখার যে বিন্দু ফার্মের সম্ভাব্য উৎপাদন বিন্দু প্রকাশ করে সেগুলো যোগ করলে দীর্ঘমেয়াদি গড় ব্যয় রেখা পাওয়া যায়। নিম্নে তিনটি স্বল্পকালীন গড় ব্যয় রেখার প্রেক্ষিতে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা অঙ্কন করা হয়েছে। (a) চিত্রানুযায়ী ফার্ম OQ2 পর্যন্ত পণ্য উৎপাদন করতে SAC1 প্লান্ট পছন্দ করবে। কারণ, তিনটি প্লান্টের মধ্যে এটি সবচেয়ে কম ব্যয় সম্পন্ন। যেমন : Q1 উৎপাদন করতে SAC2 প্লান্ট অনুযায়ী AQ1 পরিমাণ গড় ব্যয় প্রয়োজন। অথচ SAC1 প্লান্ট অনুযায়ী এক্ষেত্রে গড় ব্যয় BQ1 পরিমাণ।
সুতরাং, তুলনামূলক কম খরচে Q2 পরিমাণ উৎপাদন করতে উৎপাদক SAC1 প্লান্ট অবশ্যই পছন্দ করবে। যদি উৎপাদক Q3 পরিমাণ উৎপাদনে আগ্রহী হয়, তবে ব্যয় নিম্নতম রাখার স্বার্থে সে SAC2 প্লান্ট পছন্দ করবে। চিত্রানুযায়ী Q4 উৎপাদন পর্যন্ত এ প্লান্টে উৎপাদকের নিকট কাম্য বলে বিবেচিত হবে। এর বেশি উৎপাদনের জন্য সে অবশ্যই SAC4 প্লান্ট পছন্দ করবে। যেমনঃ Q5 পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে MQ5 < NQ5 হওয়ায় উৎপাদক SAC2 এর তুলনায় SAC3 প্লান্ট অবশ্যই পছন্দ করবে। সুতরাং দেখা যায় যে, দীর্ঘকালে কোন নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করার সময় উৎপাদক অবশ্যই বিভিন্ন প্লান্টের মধ্যে যেটি কম খরচ সম্পন্ন সেটি পছন্দ করবে। এ নীতির ভিত্তিতে আমরা (b) চিত্রে দীর্ঘকালীন, গড় ব্যয় রেখা SAC অঙ্কন করতে পারি। দীর্ঘমেয়াদি SAC1, SAC2 এবং SAC3 প্লান্ট অনুযায়ী উৎপাদক যথাক্রমে Q1, Q3 এবং Q5 পরিমাণ উৎপাদন করবে। (b) চিত্রে আমরা মাত্র তিনটি SAC বিবেচনা করেছি। বাস্তবে উৎপাদক প্রতিটি উৎপাদন স্তরে একেকটি ন্যূনতম খরচ সম্পন্ন প্লান্টের সম্মুখীন হবে। এ কারণে অসংখ্য স্বল্পমেয়াদি গড় ব্যয় রেখার সাথে স্পর্শক বিন্দুসমূহ যোগ করে LAC রেখা অঙ্কন করা হয়। আমরা এখানে তিনটি SAC রেখার স্পর্শ বিন্দু A, C এবং F বিন্দু যোগ করে LAC রেখা অঙ্কন করেছি।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখাসমূহের স্পর্শকের সঞ্চার পথ। যা দীর্ঘমেয়াদি কাম্য উৎপাদন স্তর নির্দেশ করে।