Online বাংলা শব্দের অর্থ কী? / online এর বাংলা শব্দ কি?
অনলাইন অর্থ হচ্ছে সক্রিয় বা কাজ করছে এমন, চলমান অবস্থা। অর্থাৎ কোন একটি সিস্টেমের সাথে সংযুক্ত থাকাকালীন অবস্থাকে অনলাইন বলা হয়। যেমন একটি কম্পিউটারের সাথে একাধিক যন্ত্র বা কম্পিউটারের সংযোগ,আবার ফেসবুকে লগ ইন করলে ফেসবুকের সাথে আপনার সংযোগ এগুলোই হচ্ছে অনলাইন।আর অফলাইন ঠিক বিপরীত।