৫ ফুট ৫ ইঞ্চি সমান কত মিটার
৫ ফুট ৫ ইঞ্চি সমান কত মিটার
কিভাবে ফুট এবং ইঞ্চি থেকে মিটার রূপান্তর করবেন
- ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার:
- ১ ফুট = ০.৩০৪৮ মিঃ
- ১ ইঞ্চি সমান ০.০২৫৪ মিটার:
- ১ ইঞ্চি = ০.০২৫৪ মিঃ
প্রবৃদ্ধ কোণ (Reflex angle) দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোটকোণকে প্রবৃদ্ধি কোণ বলে। ১৮০ ডিগ্রী থেকে বড় মানের এবং ৩৬০ ডিগ্রি থেকে ছোটো মানের কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। এখানে ∠BOC = 225° হলো প্রবৃদ্ধ কোণ।
কোণ (Angle) কোনো সমতলে দুইটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে ঐ বিন্দুতে কোণ উৎপন্ন হয়। বিন্দুটিকে উক্ত কোণের শীর্ষবিন্দু এবং রশ্মি দুটিকে কোণের বাহু বলা হয়। নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলোঃ চিত্রে, OP ও OQ রশ্মিদ্বয় এদের সাধারণ প্রান্তবিন্দু O তে ∠POQ উৎপন্ন করেছে। O বিন্দুটি ∠POQ এর শীর্ষবিন্দু। OP এর যে পা্র্শ্বে Q আছে সেই…
আমার এ লেখাটির কারণ একটি সংখ্যা শিখানো নয়। এই সংখ্যাটির ব্যবহার অনেক বেশি তাই হয়তো মানুষ এটিকে নির্ভুলভাবে লিখতে চায়। আবার অনেকে ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য ব্যাংক চেক লিখে থাকে। সেক্ষেত্রে যেকোন সংখ্যা লেখার প্রয়োজন পড়তে পারে। তবে ১ লক্ষ টাকার বহুল ব্যবহার হয়। অন্যদিকে এ সংখ্যাটির ইংরেজি বানানও খুব বেশি লিখতে হয়। এক…
চলক কাকে বলে? গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির মান পরিবর্তিত হতে পারে তাকে চলক বলে। যেহেতু চলক যে কোন মান গ্রহণ করতে পারে সেজন্য এটি কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা নির্দেশ না করে প্রতীক দ্বারা নির্দেশ করা হয়। যেমন: X, Y, Z, P, Q ইত্যাদি। তবে অর্থনীতিতে ব্যবহৃত চলকসমূহ হচ্ছে চাহিদা, যোগান, দাম, আয় ইত্যাদি।
পূরক কোণ কাকে বলে? দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। একটি কোণ ৫০ ডিগ্রি হলে তার পূরক কোণ ৪০ ডিগ্রি।
যোগ কাকে বলে? দুই বা ততোধিক সমান বা অসমান সংখ্যাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে। যোগের চিহ্ন যোগের চিহ্ন হলো (+)। যোগের চিহ্ন যেমন: ৪৫ + ১২ = ৫৭ ১০ + ৫ = ১৫ ৪ + ৫ = ৯ ইত্যাদি। হাতের আঙ্গুল ব্যবহার করে ছোট সংখ্যার যোগ করা যেতে পারে। উদাহরণস্বরূপঃ…