বাংলা

বাংলা ১২ মাসের নাম ও ছয় ঋতুর নাম

1 min read

বাংলা ১২ মাসের নাম সম্পর্কে যারা জানতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্ট। যেহেতু আমরা বাঙালি সেই হিসেবে বাংলা ১২ মাসের নাম জেনে রাখা খুবই দরকার। বাংলার রূপবয়চিত্রের সঙ্গে বাংলা ১২ মাসের নাম ওতপ্রোতভাবে জড়িত। ১২ মাসের নামের হিসাবের সঙ্গে আমরা বাংলার রুপ বৈচিত্রের বৈষম্যের সময় নির্ধারণ করতে পারি। প্রত্যেক ভিন্ন ভিন্ন মাসে বাংলার তার রূপ পরিবর্তন করে। ১২ মাসের নামের সঙ্গে বাংলায় ছয়টি ঋতুর নাম জড়িয়ে রয়েছে যেগুলোর মাধ্যমেও প্রকৃতির সৌন্দর্যের পরিবর্তন অথবা বাংলার রূপের পরিবর্তনের সময় নির্ধারণ করা যায়। তাই এই পোস্টে বাংলা ১২ মাসের নামের পাশাপাশি বাংলা ষড়ঋতুর নাম সম্পর্কে জানব।

বাংলা ১২ মাসের নাম কেন জানা দরকার

যেহেতু আমরা বাঙালি তাই বাঙালি হিসেবে বাংলা 12 মাসের নাম জেনে রাখা প্রয়োজন। যাদের বাংলা ১২ মাস নাম জানা নেই তারা এই পোস্টে থেকে জেনে নিতে পারেন। বাংলাদেশের সিংহভাগ মানুষ গ্রামে বাস করে আর তাদের সবাই কৃষিকাজের সাথে জড়িত। বাংলার কৃষকেরা সাধারণত ফসলের সিজন সম্পর্কে সঠিক সময় নির্ধারণের জন্য বাংলা মাসের হিসাব করে থাকেন। এই বাংলায় প্রাচীনকাল থেকেই বাংলা ১২ মাসের হিসাবের প্রচলন চলছে। যদিও আধুনিক এই সময়ে এসে আমরা অনেকেই বাংলা ১২ মাসের নাম জানিনা। কিন্তু বাংলা ১২ মাসের নাম জেনে রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব বলা যেতে পারে।

বাংলা ১২ মাসের নাম কিভাবে এলো

সম্রাট আকবরের আমলে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের ক্ষেত্রে চন্দ্র মাসের হিসাব করা হতো। কিন্তু চন্দ্র মাসের হিসাবের সাথে ফসল কাটার সময় এর পার্থক্য হয়ে যেত। এই সমস্যা সমাধানের জন্য সম্রাট আকবর বাংলায় সময় হিসাব করার জন্য বাংলা 12 মাসের নিয়ম প্রচলনের নির্দেশ দেন। তারপর থেকেই বাংলা ১২ মাসের নামের প্রচলন হয় এবং সেই অনুপাতে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে বাংলা মাসের হিসাবের প্রচলন চলমান রয়েছে। সেই চলমান নিয়মে এখনো অনেক মানুষ বাংলা 12 মাসের হিসাব অনুসারে ফসল কাটেন এবং ফসল বপনের জন্য সময় হিসাব করেন।

বাংলা ১২ মাসের নাম

  1. বৈশাখ
  2. জ্যৈষ্ঠ
  3. আষাঢ়
  4. শ্রাবণ
  5. ভাদ্র
  6. আশ্বিন
  7. কার্তিক
  8. অগ্রহায়ণ
  9. পৌষ
  10. মাঘ
  11. ফাল্গুন
  12. চৈত্র

বাংলা ১২ মাসের নাম এবং ছয় ঋতুর নাম

  • বৈশাখ ও জৈষ্ঠ – গ্রীষ্মকাল
  • আষাঢ় ও শ্রাবণ -বর্ষাকাল
  • ভাদ্র ও আশ্বিন – শরৎকাল
  • কার্তিক ও অগ্রহায়ণ – হেমন্ত কাল
  • পৌষ ও মাঘ – শীতকাল
  • ফাল্গুন ও চৈত্র – বসন্তকাল

বাংলা ছয় ঋতুর নাম

  • গ্রীষ্মকাল
  • বর্ষাকাল
  • শরৎকাল
  • হেমন্তকাল
  • শীতকাল
  • বসন্তকাল

বাংলা ১২ মাসের নাম বাংলা ও ইংরেজিতে

 

বাংলায় ইংরেজিতে
বৈশাখ boishakh
জ্যৈষ্ঠ Joishtho
আষাঢ় Ashar
শ্রাবণ Shrabon
ভাদ্র Vadro
আশ্বিন Ashwin
কার্তিক Kartik
অগ্রহায়ণ Oghrohayon
পৌষ Poush
মাঘ Magh
ফাগুন Falgun
চৈত্র Choitro

 

 

শেষ কথা:

আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “বাংলা ১২ মাসের নাম ও ছয় ঋতুর নাম” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (42 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x