চাঁদ না থাকলে কি হত?
চাঁদ সম্পর্কে কিছু ভুল ধারণা এবং সেগুলোর ব্যাপারে সঠিক তথ্য সেই প্রাচীনকাল থেকে চাঁদ মানুষের পরম বন্ধু। রাতের আঁধারে ঢাকা আকাশ অপথি মায়াময় আলোতে ঢেকে যায়., চাঁদ এর উপস্থিতিতে। জোসনা রাতে চাঁদ এর আলো সবার মনকে কিছুটা আনন্দিত করে। মানুষের মনের সঙ্গ চাঁদ তাদের সম্পর্ক কি ভাবে আছে ,তা আমাদের সঠিক জানা নেই। কিন্তু অপূর্ব যে আছে সেটা তো সত্য। যুগে যুগে সেকারণেই নিয়ে রচিত হয়েছে হাজারো কাব্যকথা আর গান। চাঁদ নিয়ে গল্প উপকথা সংখ্যাও কম নয়। বিভিন্ন প্রাচীন তাকে রীতিমত দেবতা পূজা করার ছিল।
প্রতি 24 ঘন্টায় একবার নিজ অক্ষে পৃথিবী। এ কই সঙ্গে এক বছরে চক্কর দিচ্ছে সূর্যের চারপাশে। এই পৃথিবীর সঙ্গে নিয়ে চাঁদকে । পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় পুনে ৪ লাখ কিলোমিটার প্রায়। পৃথিবীর কেন্দ্রে রেখে ক্রমগত ঘুরতে চাঁদ। ওজন প্রায়৭.৩ ^ 10 . 22 কেজি সূত্র প্রতি মুহূর্তে পৃথিবী নিজের টানছে চাঁদ। এই টানাটানির ফলে প্রতিদিন দুইবার জোয়ার ভাটা হচ্ছে পৃথিবীর বুকে।
চাঁদ সম্পর্কে কিছু ভুল ধারণা এবং সেগুলোর ব্যাপারে সঠিক তথ্য পৃথিবীর উপর সূর্যের চেয়েও চাঁদের মহাকর্ষ টান বেশি। ফলে এখন যে জোয়ার ভাটা দেখি আমরা তার পিছনে চাঁদের ভূমিকাই মুখ্য। মূখ্য কিন্তু উভয়ের টানাটান মোট টান বল কুল ফটোস কিছুটা কমে যায়। চাঁদ না থাকলে, শুধু সূর্যের তান বল কাজ করতে পৃথিবী উপর। হলে সামগ্রিকভাবে জোয়ারের সময় পানির পরিমাণ প্রায় 40 শতাংশ। বিজ্ঞানীদের মতে এতে আমাদের স্বাভাবিক জীবনযাত্রার প্রভাব তেমন একটা পড়তো না ঠিক, কিন্তু বিষয়টি দেখা যেত খালি চোখেই।
পৃথিবী যে নিজ অক্ষে উত্তর দক্ষিণ মেরু বরাবর হেলে আছে, তার পিছনেও কিন্তু যাদের অবদান রয়েছে। পৃথিবীর হেলানো অবস্থায় স্থির থাকতে সাহায্য করে চাঁদ। চাঁদ না থাকলে, এই অবস্থায় স্ত্রীর থাকতো না । প্রভাবপোর্তো ভূসংস্থান এবং ঋতু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়।