অনেকে চন্দ্রাভিযানের ভিডিওতে চাঁদে নভোচারীদের ভেসে ভেসে হাঁটতে দেখে ভেবে থাকেন যে তাদের কোনো অভিকর্ষ বল নেই। এটি ও সম্পূর্ণ ভুল একটি ধারণা। প্রত্যেক গ্রহ উপগ্রহের একটি নিজস্ব অভিকর্ষজ বল থাকে তার নিজের দিকে টানে। তবে কোথাও বেশি কোথাও কম। পৃথিবীর মতো চাঁদের ও মধ্যাকর্ষণ বল রয়েছে, তবে তা পৃথিবী 6 ভাগের এক ভাগ। তাই চাঁদে অল্প শক্তি ব্যবহার করতেই ভেসে-ভেসে হাটা সম্ভব যা দেখলে মনে হবে তাদের অভিকর্ষ বল।