দুই সিজদার মাঝের দোয়া

দুই সিজদার মাঝের দোয়া

দুই সিজদার মাঝের দোয়া

আসসালামু আলাইকুম আজকের আলোচনা করব দুই সিজদার মাঝের দোয়া সম্পর্কে।  গোটা নামাজী আল্লাহর প্রশংসা। নামাজের প্রত্যেক রুকুতে দোয়া তাসবীহ  তামিলের মধ্যে বান্দা আল্লাহর নিকট অর্জন করতে চাই। মহান আল্লাহতালা দুই সিজদার মাঝখানে দোয়া নিয়ম জিকির দোয়া ইত্যাদি এসকল বিষয় কোরআন হাদিসে বর্ণিত করে রেখেছেন।  দুই সিজদার মাঝখানে যে  দোয়া  রয়েছে মধ্যবর্তী বৈঠকে  দোয়া হলো আল্লাহ তাসবীহ দোয়া  সকল বিষয়গুলো আলোচনা করব।

 

 দুই সিজদার মাঝখানে দোয়াঃ

হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন , রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম দুই সিজদার মাঝের দোয়া পড়তেন–

اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ

 উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি। (মুসলিম, মিশকাত) অর্থ : হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন।

আরো একটি দুই সিজদার মাঝের দোয়া

হজরত হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে এ দোয়াটি পড়তেন

– رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي 

উচ্চারণ : রব্বিগফির লী, রব্বিগফির লী। (ইবনু মাজাহ, আবু দাউদ)

অর্থ : হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।

প্রত্যেক নামাজে সিজদার মধ্যবর্তী বৈঠকে আল্লাহর তাসবিহ-তাহলিল করার তাওফিক দান করুন। আল্লাহর হুকুম আহকাম পালন করার তাওফিক দান করুন। আমিন।নি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *