রোজা

রোজা কাকে বলে | সিয়াম /সাওম কাকে বলে | সাওম/রোজা কত প্রকার ও কি কি

1 min read

আসছালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা তোমাদের রোজা কাকে বলে- সাওম/রোজা কত প্রকার ও কি কি এ নিয়ে আলোচনা করবো।

রোজা কাকে বলে |সিয়াম /সাওম কাকে বলে

সুব্হে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে ইচ্ছাকৃতভাবে পান, আহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকাকে রোযা বলা হয। প্রত্যেক আকেল বালেগ ও সুস্থ্য নর-নারীর উপর রমযানের রোযা রাখা ফরয।

 সাওম/রোজা কত প্রকার ও কি কি

ইসলামের বিধি অনুযায়ী রোজা ৪ প্রকার।

 যেমন :

  1. ফরজ
  2. ওয়াজিব
  3. সুন্নত
  4. নফল।

না বোধক রোজা দুই প্রকার।

যেমন : ১. মাকরূহ ও ২. হারাম।

Tag:রোজা কাকে বলে,সিয়াম /সাওম কাকে বলে, সাওম/রোজা কত প্রকার ও কি কি

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x