তৃতীয় স্তরের খাদক কাকে বলে?
দ্বিতীয় স্তরের খাদকদের খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে তৃতীয় স্তরের বা সর্বোচ্চ স্তরের খাদক বলে। যেমন– পাখি, শিয়াল হলো তৃতীয় স্তরের খাদক।
জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. ভরসূচি কী?
উত্তর : দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে Body Mass Index বা ভরসূচি বলে।
প্রশ্ন-২. পিনা কাকে বলে?
উত্তর : কানের বাইরের অংশকে পিনা বলে।
প্রশ্ন-৩. পিনার কাজ কি?
উত্তর : পিনা কর্ণকুহরের সাথে যুক্ত থাকে। শব্দ কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ। এর ফলে আমরা শব্দ শুনতে পাই।
প্রশ্ন-৪. লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে?
উত্তরঃ জীবদেহে এমন কতগুলো অঙ্গ দেখা যায় যেগুলো নির্দিষ্ট জীবদেহে সক্রিয় থাকে কিন্তু এ সম্পর্কিত অঙ্গ অন্য জীবদেহে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এ ধরনের অঙ্গগুলোকে লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ বলে।
প্রশ্ন-৫. ট্যাক্সোনমি ও শ্রেণিবিন্যাসের পার্থক্য কি?
উত্তর : ট্যাক্সোনমি জীববিজ্ঞানের একটি শাখা। এখানে জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণিবিন্যাস আলােচনা করা হয়। শ্রেণিবিন্যাস ট্যাক্সোনমির একটি অংশ। জীবের নামকরণ ও শনাক্তকরণের পর তাদের বিভিন্ন গােষ্ঠীতে ভাগ করার পদ্ধতি হলাে শ্রেণিবিন্যাস।
প্রশ্ন-৬. উদ্ভিদের ফুল, ফল বিভিন্ন বর্ণ ধারণ করে কেন?
উত্তর : উদ্ভিদের ফুল, ফল বিভিন্ন বর্ণ ধারণ করে প্লাস্টিডের কারণে। কারণ উদ্ভিদ দেহের রং সৃষ্টির জন্য দায়ী রঞ্জক পদার্থ। যেমন– লিউকোপেন, ক্যারোটিনয়েড প্লাস্টিডে থাকে। তাই এই প্লাস্টিডের উপস্থিতির জন্য উদ্ভিদের ফুল, ফল বিভিন্ন বর্ণ ধারণ করে।
প্রশ্ন-৭। মাইকোরাইজাল ছত্রাক কাকে বলে?
উত্তরঃ উদ্ভিদের সরু মূল বা মূলরোমের চারদিকে বা অভ্যন্তরে নির্দিষ্ট ছত্রাক জালের মতো বেষ্টন করে রাখে, এদের মাইকোরাইজাল ছত্রাক বলে।
প্রশ্ন-৮. কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত?
উত্তর : ভাইরাসের দেহ দুটি উপাদান নিয়ে গঠিত। উপাদান দুটি হলো– প্রোটিন ও নিউক্লিক এসিড (DNA বা RNA)।
প্রশ্ন-৯. ভ্যাকসিন কাকে বলে?
উত্তরঃ রোগ জীবাণু থেকে তৈরি যে উপাদান মানুষের শরীরে প্রয়োগ করলে ঐই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে ভ্যাকসিন বলে।