দিবস নিরপেক্ষ উদ্ভিদ কাকে বলে? দিবস নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ।
যেসব উদ্ভিদের ফুল ধারণের উপর দিন-রাতের দৈর্ঘ্যের কোন প্রভাব নেই তাদেরকে দিবস নিরপেক্ষ উদ্ভিদ বলে। উদাহরণ : শসা, টমেটো, সূর্যমুখী, বেগুন, ঢেড়স, সয়াবিন, তুলা, কলা, পেপে ইত্যাদি।
জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. অঙ্গজ জনন কাকে বলে?
উত্তর : কোষের প্রোটোপ্লাস্টের কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে জীবদেহের কোন অঙ্গ হতে নতুন জীবের সৃষ্টি হওয়াকে কিংবা জীবদেহের কোন অংশ মাতৃদেহ হতে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে জীবন-যাপন শুরু করলে তাকে অঙ্গজ জনন বলে।
প্রশ্ন-২। দাঁদ কী?
উত্তরঃ দাঁদ এক ধরনের চর্মরোগ যা Tinea নামক ছত্রাকের আক্রমণ থেকে হয়ে থাকে। দাঁদ একটি প্রচলিত রোগ যা শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে এটি যে কোন বয়সের মানুষকে আক্রমণ করতে পারে। শরীরের যেকোন স্থানে এর সংক্রমণ ও বংশবৃদ্ধির ফলে এ রোগের সৃষ্টি হয়।
প্রশ্ন-৩। DNA ফিঙ্গার প্রিন্টিং কি?
উত্তরঃ DNA টেস্টের বিজ্ঞানভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিই হলো DNA ফিঙ্গার প্রিন্টিং।
প্রশ্ন-৪। দ্বিপদ নাম কী?
উত্তরঃ একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম ও দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম বলা হয়।