নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কাকে বলে? অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কাকে বলে? অংশগ্রহণ পর্যবেক্ষণ কাকে বলে?

নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কাকে বলে?

নিয়ন্ত্রিত পরিবেশ ও পরিস্থিতিতে পর্যবেক্ষণকে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বলে। পরীক্ষণ হল নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। এখানে পূর্বনির্দিষ্ট পরিবেশের মধ্যে বা কৃত্রিম পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানুষের আচার-আচরণ পর্যবেক্ষণ করা হয়।

অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কাকে বলে?

কোনো রকম কৃত্রিম পরিবেশ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক বা বাস্তব পরিবেশে আচরণ পর্যবেক্ষণ করাকেই অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বলে অভিহিত করা হয়। এই প্রকার পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। যেহেতু সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন প্রাকৃতিক পরিবেশে মানুষের আচার-আচরণ পর্যবেক্ষণ করা সম্ভবপর হয় তাই এইপ্রকার পর্যবেক্ষণ পদ্ধতিতে প্রকৃত উপাত্ত উদ্ঘটান করা সম্ভবপর হয়।

অংশগ্রহণ পর্যবেক্ষণ কাকে বলে?

এই প্রকার পর্যবেক্ষণ পদ্ধতিতে যে পরিবেশের মধ্যে অনুসন্ধান কার্য সংঘটিত হয় পর্যবেক্ষক সেই পরিবেশে অন্তর্ভূক্ত হয়ে ঘটনাসমূহ পর্যবেক্ষণ করেন। অর্থাৎ এই প্রকার পদ্ধতির ক্ষেত্রে অনুসন্ধানকারী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে অবস্থান করে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বিষয়বস্তুসমূহ পর্যবেক্ষণ করা হয়।

Related: পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *