NSI এ চাকরি করে সুন্দর ক্যারিয়ার গড়ুন

NSI কি? জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যাকে সংক্ষেপে NSI (National security intelligence) বলা হয়।
NSI বাংলাদেশ সরকারের প্রধান আন্তর্জাতিক এবং স্বাধীন গোয়েন্দা সংস্থা।ঢাকার সেগুনবাগিচায় NSI এর সদর দপ্তর অবস্থিত।
NSI পৃথিবীর ১৯ টি দেশে ৩৭ টি শাখা অফিসের মাধ্যমে দেশের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়াও যুগ্ম পরিচালকের নেতৃত্বে দেশের প্রত্যেকটি জেলায় সংস্থা টির স্থানীয় ইউনিট রয়েছে। যার মাধ্যমে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হয়।

গোয়েন্দা সংস্থা (NSI) টির নীতিবাক্য হচ্ছে-“Watch & Listen For The Nation, To protect National Security.”
জাতীয় গোয়েন্দা সংস্থা(NSI) টি সরাসরি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়।সংস্থাটি স্বাধীন হওয়ার কারণে তাদের কার্যক্রমে কেউ বাঁধা প্রদান করতে পারে না।

NSI(National security intelligence) এর কাজঃ

NSI এর কাজ কি? বাংলাদেশের স্বাধীন এই সংস্থাটির কাজ হচ্ছে-
১) দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা,বৈদেশিক সরকার,কোন নির্দিষ্ট ব্যক্তি,বিভিন্ন ধরণের সংস্থা, রাজনৈতিক দল,বিভিন্নরকম ধর্মীয় দল,সরকারি চাকুরিজীবী,জঙ্গি সংগঠন এবং কাউন্টার ইন্টেলিজেন্সের তথ্য সংগ্রহ করা।
২) যুদ্ধে কৌশল অবলম্বন করতে সামরিক বাহিনীকে পরামর্শ প্রদান করা।
৩) বাইরের দেশের হুমকির বিষয়গুলো লক্ষ্য করে দেশের অভ্যন্তরের তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ ও মূল্যায়ন করা।
৪) দেশের বিপক্ষে যে কোন ধরণের ষড়যন্ত্রের তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে তা প্রয়োজন অনুসারে সরকারকে জানানো।
৫) মাননীয় রাষ্ট্রপতির বিশেষ অনুরোধে অফিসারদের মধ্যে থেকে বাছাই করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনীর সাথে Clandestine Operation পরিচালনা করা।
৬) জাতীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ণ করা।
৭) সীমান্ত এলাকার কৌশলগত নিরাপত্তা নিরাপত্তা কার্যক্রম গ্রহণ।
এই গোয়েন্দা সংস্থা (NSI) এর সদস্যদের দেশ ও বিদেশে বিশেষ গোয়েন্দা প্রশিক্ষণ দেওয়া হয়।বাংলাদেশের সামরিক বাহিনীর বিশেষ দলের সাথেও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে যার কারণে তারা অনেক চৌকস সদস্য হয়।

পদক্রমের মর্যাদাঃ

এ সংস্থা (NSI) টির মহাপরিচালক এর পদমর্যাদা বাংলাদেশ সরকারের সচিব সমমান।
এনএসআই এর ক্ষমতাঃ মহাপরিচালক প্রতিষ্ঠালগ্ন থেকেই ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসহ গ্রেফতারি (পুলিশি) ক্ষমতা প্রাপ্ত হয়ে থাকে।তিনি তার এ ক্ষমতা লিখিত আদেশের মাধ্যমে প্রথম শ্রেণীর কর্মকতাদের প্রদান করতে পারেন।

Director General (সচিব সমমান)
Director (অতিরিক্ত সচিব)
Additional Director (যুগ্ম-সচিব)
Join Director (উপ-সচিব)
Deputy Director (সিনিয়র সহকারী সচিব)
Field Officer
Junior Field Officer (JFO)
Watcher Constable (WC)
Armed Constable (AC

✍️আবেদনের যোগ্যতা কি এবং বেতন কত???

NSI সদস্যদের যথাযথ সম্মান এবং জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতা প্রদান করা হয়। তাদের দুঃসাহসিক কার্যক্রমের জন্য অন্যান্য সরকারি চাকরিজীবীদের তুলনায় অনেক বেশি ভাতা প্রদান করা হয়।
NSI এর নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী ৮ম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত যোগ্যতা চাওয়া হয়।
সহকারী পরিচালক পদে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে স্নাতকডিগ্রী ধারীরা যোগ দিতে পারে। তাদের বেতন দেওয়া হয় জাতীয় বেতন স্কেলের ৯ম শ্রেণীর বেতন কাঠামোতে অর্থাৎ (২২০০০ থেকে ৫৩০৬০ পর্যন্ত)।

NSI এর সাংগঠনিক কাঠামোঃ

গোয়েন্দা সংস্থা টির সাংগঠনিক কাঠামো বিশাল এবং বিস্তৃত।
বর্তমানে ৮ টি উইং এর মাধ্যমে এনএসআই তাদের কার্যক্রম পরিচালনা করছে।

উইং ৮ টি হচ্ছেঃ
১) বহিঃ উইং
২) সীমান্ত উইং
৩) অভ্যন্তরীণ উইং
৪) নিরাপত্তা উইং
৫) প্রশাসন উইং
৬) প্রশিক্ষণ উইং
৭) নগর অভ্যঃ উইং
৮) কাউন্টার টেরোরিজম উইং

NSI এর কাজ কি? বিভিন্ন উইং এর মাধ্যমে এনএসআই বিভিন্নরকম কাজ করে থাকে।

NSI এর সিলেকশন পদ্ধতিঃ

NSI এ চান্স পেতে প্রার্থীকে তিনটি ধাপ অতিক্রম করতে হয়।
ক) প্রিলিমিনারি
খ) লিখিত
গ) ভাইভা
প্রিলিমিনারি ১০০ নাম্বারে হয়ে থাকে।
লিখিত পরীক্ষাও ১০০ নাম্বারে হয়।
প্রিলি পরীক্ষার ফলাফল ঘোষণার ৩ থেকে ৪ দিন পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১৭ সালের প্রিলি পরীক্ষায়-
✍️বাংলা-২০ নাম্বার
✍️ইংরেজি-২০
✍️গণিত-১৫
✍️আইসিটি-১০
✍️সাধারণ জ্ঞান-৩৫

কিন্তু,২০১৫ সালের প্রিলি পরীক্ষায়-
⛔বিজ্ঞান-৫
⛔সাধারণ জ্ঞান-৪৫
⛔গণিত-২০
⛔বাংলা-১০
⛔আইসিটি-১০
⛔ইংরেজি-১০

এনএসআই পরীক্ষার মান বন্টন বিভিন্ন সময় বিভিন্নরকম হয়ে থাকে। NSI এ চাকরি করার আগ্রহ থাকলে নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে হবে যেন যে কোন ধরণের মানবন্টনে পরীক্ষা দিয়ে টিকতে পারো। কারণ,যে কোন সময় এনএসআই তাদের প্রয়োজনে পরীক্ষার ধরণ পরিবর্তন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *