ইসলামের ইতিহাসে রমযান মাসের গুরুত্ব ও তাৎপর্য
রমযান মাসের গুরুত্ব ও তাৎপর্য
ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা বুকে ধারণ করে রয়েছে এই রমযান মাস।
এই রমযান মাসেই সংঘটিত হয়েছে ঐতিহাসিক বদর যুদ্ধ।
রাসূল (সঃ) মক্কা বিজয় করেছেন এই রমযান মাসেই।
ঐতিহাসিক তাবুক যুদ্ধ, কাদেসিয়া যুদ্ধ, ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ, ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিন রক্ষার যুদ্ধ, আইনে জালুতের যুদ্ধ এবং তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় করা হয় এই রমযান মাসেই।
সুতরাং, আমাদেরকে বুঝতে হবে এই রমযান মাস মুসলমানদের ত্যাগ,ত্যাগের বিনিময়ে বিজয় ও সফলতার ইতিহাস সমৃদ্ধ মাস।
রমযান মাস শুধু রোজায় ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে থাকার মাস নয়।শুধু বাহারি ইফতার ও উৎকৃষ্টমানের খাবারের আয়োজনের জন্য কিংবা সারাদিন ঘুমানোর জন্য এই রমযান মাস নয়।
এই রমযান মাস মুসলিমদের ত্যাগের বিনিময়ে সফলতা অর্জনের মাস। আল্লাহর ইবাদতে নিজেকে নিমগ্ন করার মাস।